M2M ও IoT সার্ভিস

Ntrack-Vehicle Tracking সার্ভিস
বাংলালিংক- Ntrack ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম একটি ভ্যালু অ্যাডেড সার্ভিস যা যানবাহনে ইন্সটল করা জিপিএস ট্রান্সপন্ডার ডিভাইসের মাধ্যমে  যানবাহনের চলাফেরা (নিশ্চল এবং চলমান মোড উভয়ক্ষেত্রেই) ও অন্যান্য কার্যক্রমের প্রতি লক্ষ্য রাখে । সিস্টেমটি বোর্ড অটোমোটিভ ডিভাইস, বেতার যোগাযোগ এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) -এর সমন্বয়ে যানবাহন ট্র্যাক করে ডিজিটাল ম্যাপিং অ্যাপ্লিকেশন এবং রিপোর্টিং ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে।যেকোনো ওয়েব ইন্টারফেস, মোবাইল ফোন অথবা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ট্র্যাকিং এর তথ্য পাওয়া যাবে।

Watchmaniss Security সার্ভিস     
বাংলালিংক-Watchmaniss আনছে স্পেশাল GSM ভিত্তিক সিকিউরিটি সমাধান যাতে আছে ৭টি বিল্ট-ইন ডিটেক্টর ও GSM কমিউনিকেটর। যেকোন আলার্ম বা জরুরি তথ্য MMS, SMS, কল, ইমেইল বা আলার্ম রিসিভিং সেন্টারে পাঠানো হবে।